সাপোর্ট (For Pre-Recorded Course)

কোর্স সংক্রান্ত যেকোন প্রশ্নের বা সাপোর্টের জন্য আমাদের সাপোর্ট চ্যানেলে গিয়ে প্রশ্ন করুন। আমাদের সাপোর্ট চ্যানেলের ওয়েব অ্যাড্রেস হল https://m.me/orademy

সাপোর্ট পাওয়ার সময় নিচের বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে

  • আপনি ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখেছেন ।
  • আপনি ভিডিও গুলো স্কিপ করে করে দেখেননি ।
  • ভিডিও প্লে করা সংক্রান্ত কোন অসুবিধা হলে আমাদেরকে জানালে আমরা সাহায্য করার চেষ্টা করব শুধুমাত্র যদি আসলেই আমাদের সাইটে বা আমাদের ভিডিও হোস্টিং প্রোভাইডারে কোনো সমস্যা থাকে। আপনার আইএসপি, কিংবা ব্রাউজার এক্সটেনশন, কিংবা ভিপিএন, কিংবা অপারেটিং সিস্টেম রিলেটেড কোনো ইস্যু আমরা ঠিক করি না ।
  • আমাদের কাছ থেকে কোর্স এর বাইরে কোনো ধরণের সাহায্য আশা করা যাবেনা। অনেকেই প্রশ্ন করেন যে ক্লায়েন্টের এই কাজ কিভাবে করতে হবে সেটা বুঝতে পারছি না বা ক্লায়েন্টের কাজ করতে গিয়ে আটকে গেছি ঠিক করে দেন – এই টাইপের প্রশ্ন করা থেকে বিরত থাকবেন ।

ট্রেইনার বিডির সাথে আপনার শেখা আনন্দময় হোক ।