About Muhammad Abdullah Al Noor
আমার সম্পর্কে
আসসালামু আলাইকুম । আপনার উপর শান্তি বর্ষিত হউক ।
আমি মুহাম্মাদ আব্দুল্লাহ আল নুর । আমি আমার ছাত্রদের তথ্য প্রযুক্তি বিষয়ক বিভিন্ন টপিক্সে অনলাইন / অফলাইন / ওনলাইন ভিডিও ট্রেইনিং এর মাধ্যমে বিভিন্ন টপিক্স শেখাতে পছন্দ করি। আমার লক্ষ্য হচ্ছে, আপনি যাতে তথ্য প্রযুক্তিতে পেশাদার দক্ষ হতে পারেন, কর্মক্ষেত্রে উন্নতি করতে পারেন, নতুন পেশায় ক্যারিয়ার শুরু করতে পারেন অথবা নিজেকে অনন্য ভাবে জব মার্কেটে উপস্থাপন করতে পারেন ।
বিগত বছরে, আমি চাকুরি পরিবর্তন করি সর্বমোট ৪ বার । এত বছরে বিভিন্ন কম্পানিতে আমি বিভিন্ন রকম তথ্য প্রযুক্তি বিষয়ক সমস্যায় পড়ি, সমাধান করি, এভাবেই আমি আইটি বিষয়ক মুল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করি । এবং আমি সবসময় চেয়েছি, আমার এই অর্জন কৃত দক্ষতা ও অভিজ্ঞতা সবার কাছে ছড়িয়ে দিতে ।
ট্রেইনার বিডি –
আমি ২০১৩ সালে ট্রেইনার বিডি (www.TrainerBD.com) প্রতিষ্ঠা করি । যেখানে আমি ক্লাসরুম ট্রেইনিং প্রদান করি । এছাড়াও, আমি অন্যন্য প্রশিক্ষক এর মাধ্যমে প্রোগ্রামিং বিষয়ক অন্যন্য ট্রেইনিং অরগানাইজ করি ।
নুরস টেক –
আমার অনেক আগের ইচ্ছা ছিল একটা সফটওয়্যার কোম্পানি চালু করার । যদিও, বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান কে সফটওয়্যার তৈরি করে দিয়েছি, তবুও, এই ইচ্ছাকে আমি একটা প্রাতিষ্ঠানিক রুপ দেয়ার চেস্টা করি । সেই ইচ্ছা থেকেই আমি শুরু করে নুরস টেক (www.noorstech.com) বিগত ২০১৯ সাল থেকে । ই-কমারস, গার্মেন্টস, দোকান, হসপিটাল, অটোমোবাইল ওয়ার্কশপ,স্কুল সহ অনেক সফটওয়্যার ডেভলপ করা হয় ।
প্রিমিয়াম কোয়ালিটির ভিডিও কোর্স –
এতে একই বিষয়ে বার বার ট্রেইনিং দেয়ার প্রয়োজন নেই । ছাত্ররা ভিডিও দেখে শিখবেন, আর সমস্যা হলে বা কোন জায়গায় না বুঝলে আমাকে WhatsApp (+8801790721177) এ নক দেবেন, আমি তাকে ওয়ান-টু-ওয়ান সাপোর্ট দেব ইনশাআল্লাহ । এবং এই ধরনের সাপোর্ট দেয়াটা আমি খুব উপভোগ করি ।
এই অনলাইন ভিডিও কোর্স গুলো কে আমি এমন ভাবে সাজিয়েছি, যাতে যে কেউ সহজেই বুঝতে পারে । ভিডিও গুলকে একদম সাব টপিক্স অনুযায়ী ছোট ছোট করে তৈরি করা হয়েছে । যাতে, কোর্স শেষ হলেও, একটা নির্দিষ্ট সাব টপিক্সে তারাতারি গিয়ে সমাধান নিয়ে আসতে কোন সমস্যা না হয় । এছাড়াও, প্রতিটি ভিডিও কোর্স তৈরি করা হয়েছে প্রজেক্ট ভিত্তিক । যাতে, ছাত্ররা সত্যিকার বাস্তব জগতের সফটওয়্যার ডেভলপমেন্টের বা ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশন এর ধারনা পেতে পারে ।
এই অনলাইন ভিডিও কোর্সে আমি আমার বিগত ২০০০ সাল থেকে অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতা এবং স্টেপ বাই স্টেপ অর্জিত রিয়েল লাইফ জ্ঞান আপনাদের কে দেয়ার চেস্টা করেছি ।
মুহাম্মদ আব্দুল্লাহ আল নুর,
WhatsApp +8801790721177

